রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

খাটের নিচ থেকে যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামি এবং ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এম ডি রাজীব ওরফে শ্যুটার রাজিবকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিশেষ অভিযানে তাকে মোগলটুলীর একটি অ্যাপার্টমেন্টের খাটের নিচ থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, যৌথবাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিবকে খাটের নিচে লুকিয়ে থাকার স্থান থেকে গ্রেফতার করে।

আরও জানা যায়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল ও সহিংসতা শুরু হয়। আদালতে সহিংসতার খবর শুনে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাইমূল হক রিংকু, তার দুই ছেলে ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ কয়েকজন আইনজীবী আদালতে যাওয়ার পথে হামলার শিকার হন।

নগরীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রায়হানের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে গুলি এবং ককটেল ছুড়ে। এ সময় অ্যাডভোকেট আবুল কালাম কোমরে গুলিবিদ্ধ হন এবং রিংকু ও তার দুই ছেলেসহ আরও ৬-৭ জন আইনজীবী আহত হন। স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। পরে আবুল কালামের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, রাজিবকে গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। এই গ্রেফতারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন যে মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন