সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

কুমিল্লা সীমান্তে চার দিনে ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকার মালামাল জব্দ

সাকলাইন যোবায়ের, কুমিল্লা 
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লা দেশের সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে চোরাচালান ও মাদকদ্রব্যের ট্রানজিট হিসেবে কাজ করে। কুমিল্লা জেলার সঙ্গে ভারতের সীমানা কাছাকাছি হওয়ায় এখান দিয়ে চট্টগ্রাম, ঢাকা এবং নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য খুব সহজে পৌঁছাতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী অর্ধশতাধিক পয়েন্ট দিয়ে ভারত থেকে অবাধে নানারকম চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আসে। কুমিল্লার ওই পাঁচটি সীমান্তের অন্তত ৫০টি পয়েন্ট দিয়ে এখানে ঢুকছে ভারতীয় অবৈধ পণ্য। ভারত সীমান্ত ঘেঁষা ওই পাঁচটি উপজেলার উল্লেখযোগ্য ও পরিচিত কয়েকটি পয়েন্ট হচ্ছে বুড়িচংয়ের চড়নল, বারেশ্বর, সংকুচাইল, রাজাপুর, হায়দ্রাবাদনগর। ব্রাহ্মণপাড়ার শশীদল, আশাবাড়ি, নয়নপুর, তেতাভূমি। কুমিল্লা সদরের বিবিরবাজার, বৌয়ারা, গোলাবাড়ি, সাহাপুর, শিবের বাজার। সদর দক্ষিণের একবালিয়া, তালপট্টি, সুবর্ণপুর, চৌয়ারা, যশপুর, শ্রীপুর, কনেশতলা, দড়িবটগ্রাম, রাজেশপুর। চৌদ্দগ্রামের গোমারবাড়ি, আমানগন্ডা, ছফুয়া, জগন্নাথদীঘি, গোলপাশা, বসন্তপুর, সাতবাড়িয়া, পানপট্টি, তারাপুর, কাইচ্ছুটি, কোমারডোগা ও পদুয়া। ব্রাহ্মণপাড়ার শশীদলের কাছে হরিমঙ্গল, বাগরা, গঙ্গানগর এবং বুড়িচংয়ের রসুলপুর থেকে মাদকের চালান বেশিরভাগ ক্ষেত্রে লোকাল ট্রেনে হয়ে থাকে। আবার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম সীমান্তে মাদকের ছোট বড় চালান যানবাহনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে হয়ে থাকে। কুমিল্লা সদরের সীমান্ত এলাকার বিবিরবাজার, বৌয়ারা, গোলাবাড়ি, শাহপুর, শিবের বাজার,কটক বাজার হয়ে মাদক ও ভারতীয় অবৈধ পণ্য আসে এখানকার কারারিদের হাতে। তবে গত ৫ আগস্ট  বিপ্লবের পর সরকার পরিবর্তনের ফলে কুমিল্লার সীমান্তবর্তী এলাকাসমূহে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে কড়া নজরদারি ও সতর্ক অবস্থায় রয়েছে। যার ফলে এখন বিজিবির সদস্যগণের কাছে বিপুল পরিমাণে ভারতীয় অবৈধ পণ্য আটক হচ্ছে। গত চার দিনে কুমিল্লার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির সদস্যরা ভারতীয় বাজি ও বিভিন্ন চোরাচালান পণ্য আটক হওয়ার দরুন কুমিল্লার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কুমিল্লায় ৫ আগস্টের পর থেকে এবং সম্প্রতি গত চার দিনে বিজিবির কর্মকাণ্ডে কুমিল্লার বিশিষ্টজনরা সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবিকে প্রশংসায় ভাসাচ্ছেন


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250314-WA0031

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা এখন সীমান্ত রক্ষায় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাচ্ছে। তারা সীমান্ত রক্ষা, চোরাচালান বন্ধে ও মাদক কারবারিদেরকে জিরোটলারেন্স ভূমিকা পালন করছে। এর ধারাবাহিকতা হিসেবে গত চার দিনে ভারতীয় অবৈধ বাজি মাদকসহ বিভিন্ন পণ্য আটক করেছে যার মূল্য ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ আরও জানান, কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়ন বৃহস্পতিবার (১৩ মার্চ) কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাবিলা বাজার নামক স্থানে সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিক বিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করা হয়। যার  মূল্য- ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা।

বুধবার (১৩ মার্চ) দুপুরে কুমিল্লার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকার মূল্যের ভারতীয় অবৈধ কিং কোবরা আতশ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার (ফুড প্যালেস) নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় অবৈধ কিং কোবরা আতশ বাজি আটক করা হয়। এর মধ্যে অবৈধ ভারতীয় পাঁচ লাখ ৯৭ হাজার ৮০০টি কিং কোবরা বাজি আটক করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250315-WA0072

বুধবার (১২ মার্চ) কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার (ফুড প্যালেস) নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৯৭ হাজার ৮০০ পিস অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি উদ্ধার করা হয়। জব্দ করা বাজির বাজার মূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা।

শুক্রবার (১৪ মার্চ) কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পালপাড়া নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ৬ হাজার ৭৭০ কেজি বাসমতি চাল আটক করা হয়। যার বাজার মূল্য ৩০ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন

রাউজানে নকল বিড়ি বিক্রি সিন্ডিকেটের হোতা মামুন মিয়া

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রহরার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালনের পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন করছে। বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি জানান, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আজকের এই সফল অভিযান চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবির সতর্কতা ও সক্ষমতার প্রমাণ। বিজিবির এই ধরনের অভিযান সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন