রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহীন ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে এগারোটায় এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর।


বিজ্ঞাপন


গ্রেফতার শাহীন ওই উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের শওকত আলীর ছেলে। পেশায় তিনি একজন ফেরিওয়ালা। রাতেই ওই প্রতিবন্ধী নারীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেছেন।

আরও পড়ুন

মেহেদির রঙ মুছবার আগেই যৌতুকের বলি হলেন গৃহবধূ

পুলিশ জানায়, বিকেলে বাড়িতে একা পেয়ে সুযোগ বুঝে ওই বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে শাহীন ধর্ষণের চেষ্টা করে। এসময়ে ওই নারীর ছোট ভাই বাড়িতে আসে এবং শাহীনকে দেখে ধরে ফেলে। পরে স্থানীয় বাসিন্দারা শাহীনকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আকবর বলেন, শাহীনকে গ্রেফতার করা হয়েছে। ওই প্রতিবন্ধী নারীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার তার মেডিকেল টেস্ট করানো হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন