নড়াইল সদর উপজেলায় গাঁজাসহ মো. রেজাউল ইসলাম (৩৮) ও মো. আলী হাসান (২৬) নামে দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৫ মার্চ) বিকেলে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের দূর্বাজুড়ি গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতার মো. রেজাউল ইসলাম যশোর জেলার কোতয়ালী থানার সিতারামপুর গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে ও মো. আলী হাসান বাঘারপাড়া থানার জামদিয়া গ্রামের মো. আনোয়ার শিকদারের ছেলে।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বিকেলে গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের দূর্বাজুড়ি গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে দুই যুবককে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ