জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশ নেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ, আছিয়া খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বগুড়ার বিভিন্ন নির্বাচন কর্মকর্তারা।
উল্লেখ্য: সম্প্রতি জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, এটি নির্বাচন কমিশনের স্বাধীনতাকে সংকুচিত করবে এবং সেবা কার্যক্রমে জটিলতা সৃষ্টি করবে।
প্রতিনিধি/ এজে