রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

খুলনায় মাসব্যাপী একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

loading/img

খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শেষ হয়েছে। বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। 

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বইয়ের মূল্য কখনও টাকা দিয়ে পরিমাপ করা যায় না। একখানা বই অমূল্য সম্পদ। বইমেলার বাণিজ্যিক আবেদনের পাশাপাশি এর সামাজিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম। 

বইমেলা প্রাণের মেলা। অন্য অনেক বইমেলা দেখেছি, কিন্তু খুলনার এ বইমেলা অন্যরকম। এ বইমেলাকে ঘিরে খুলনার মানুষের যে প্রাণচাঞ্চল্য, তা অনবদ্য ও অসামান্য। খুলনার এ বইমেলা তার সৃজনশীলতাকে উত্তরোত্তর বৃদ্ধি করে জাতীয় পর্যায়ে স্থান করে নেবে, এ আমার দৃঢ় বিশ্বাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সাবেক শিক্ষা অফিসার ফারহানা নাজ, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন