রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০৩:৪৯ এএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট ১২ দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪টা থেকে তৃতীয় ইউনিটে ১৯০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। সন্ধ্যা ৬টা থেকে তা জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়। এই তৃতীয় ইউনিটের জন্য দৈনিক ২ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, গত ১২ দিন যাবত বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয়  ইউনিটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার মধ্যে রাত থেকে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের ট্রায়ালের কাজ শুরু করা হয়। 

সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় পানির বয়লারের পাইপ ফেটে ও বিয়ারিং ভেঙে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি গত ২০২০ সালের ১৯ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণেই বন্ধ হয়ে যায়। এর পর থেকে ওই ইউনিটি চালু করতে সংস্কার কাজ চালানো হচ্ছে। গত ৪ বছর ৩ মাস ধরে ২ নম্বর ইউনিটে উৎপাদন এখনও বন্ধ রয়েছে।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন