গাজীপুরের কাপাসিয়া থেকে এক বৃদ্ধের এবং টঙ্গী থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দুজনের এবং বৃহস্পতিবার রাতে একজনের মরদেহ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন।
বিজ্ঞাপন
মৃত ব্যক্তিরা হলেন, কাপাসিয়া উপজেলার উপজেলার কড়িহাতা গ্রামের রবীন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে অনিল চন্দ্র সূত্রধর (৬২), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ওসমানপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ওলি (৪৩) ও টঙ্গীর আমতলী কেরানি বস্তি এলাকার জমিরের ছেলে শওকত আলী (৫০)।
মৃত্যু হয় বলে কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন , শুক্রবার সকাল ৬টায় কাপাসিয়ার দেওনা গ্রামের সড়কে অনিল চন্দ্র সূত্রধরের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। মৃত অনিল চন্দ্র সূত্রধর একটি আশ্রয় কেন্দ্রে থাকতেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
অনিলের স্ত্রী শিলারানী বলেন, ভোর সাড়ে ৫টার দিকে তার স্বামী বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন। কিছু সময় পর স্থানীয় আব্বাসিয়া বাড়ির মসজিদে লোকজন নামাজ পড়তে যাওয়ার পথে দেখেন, তার স্বামী সড়কের ওপর মৃত অবস্থায় পড়ে আছে।
এদিকে, গাজীপুরে রাস্তা পার হওয়ার সময় শুক্রবার সকাল ৬টায় টঙ্গীর আমতলী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় শওকত আলী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের টঙ্গীর আমতলী এলাকায় সড়ক পার হচ্ছিলেন শওকত। এ সময় সিলেটগামী কভার্ড ভ্যান চাপা দিলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা কভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
এর আগে, বৃহস্পতিবার টঙ্গীর তুরাগ নদের কামারপাড়া সেতু এলাকা থেকে ওলির লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য রাতেই লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রতিনিধি/ এজে