শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে ২২ টন পলিথিন জব্দ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের আলাদা অভিযানে ২২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় দুটি ট্রাক জব্দ ও জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামান বসুনিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন ভর্তি একটি ট্রাক ঢাকা গাজীপুর মহাসড়ক হয়ে সিপিকাটার দিকে যাচ্ছে জানতে পেরে বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সিপিকাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ট্রাক (রেজি. নং- ঢাকা মেট্রো ট-২০-৯৮০৭) নিষিদ্ধ ১২ টনের বেশি পলিথিন পাওয়া যায়। পরে নিষিদ্ধ পলিথিন ও ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের চালক মো. মোস্তাফিজুর রহমান (২৪) ও চালকের হেলপার মো. আবিদুর রহমানকে (২২) গ্রেফতার করা হয়। এ বিষয়ে কালিয়াকৈর থানায় জব্দ মালামাল হস্তান্তর ও মামলা হয়েছে।

অপরদিকে,  সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জানান, গোপন সূত্রের সংবাদ পেয়ে বুধবার ভোরে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার রক্ষিত পাড়ায় সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৪৫৯৪) কে সিগন্যাল দিলে ট্রাকটি তল্লাশি চৌকির অদূরে দাঁড় করিয়ে চালক ও সহযোগী পাশের বনে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতরে  প্রায় ১০ টন নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। আইন অনুযায়ী ট্রাক ও পলিথিন জব্দ করে জয়দেবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামান বসুনিয়া বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ পণ্য পরিবহণ রোধেও কাজ করছে। তারই অংশ হিসাবে জেলার সালনা ও নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ২২ টন নিষিদ্ধ পলিথিন ও দুটি ট্রাক জব্দ ও জড়িত দুই জনকে গ্রেফতার করেছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন