ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলছে। তাই বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বরৈ।
বিজ্ঞাপন
মু. আ. আউয়াল হাওলাদার বলেন, মসজিদকে কেন্দ্র করে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে, যা ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতি এবং ভ্রাতৃত্ববোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নামাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ালে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে। তাই মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হলো।
মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাস ষ্ট্যান্ডে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মিছবাহ উদ্দিন,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ মমিনুর ও বাগেরহাট ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আশেকুজ্জামান।
প্রসঙ্গত,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে তৃণমূল পর্যায়ে ইসলামি জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসারে ২০২৩-২০২৫ সালে মোরেলগঞ্জ উপজেলা সদর নব্বইরশি বাস ষ্ট্যান্ডে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছে। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)শীর্ষক প্রকল্পের আওতায় তিনতলা এই ভবনটি নির্মিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোরেলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে