রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বান্দরবানে ডেভিল হান্ট অভিযানে আ.লীগের ২ নেতা আটক

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

বান্দরবানে ডেভিল হান্ট অভিযানে জেলা কৃষক লীগের  ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে যৌথবাহীনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে আটক করা হয় তাদের।


বিজ্ঞাপন


আটক সেলিম রেজা বান্দরবান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অপর জন বান্দরবান পৌরসভার দক্ষিণ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট পরবর্তীতে ঝুন্টু দাশের বিরুদ্ধে দুইটি নাশকতা মামলা দায়ের করে ছাত্র-জনতা। অপর জন সেলিম রেজা নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়। ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ার পর বান্দরবান থেকে আটক করা হয় তাদের।

বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, ডেভিল হান্ট এর যৌথ বাহিনীর অভিযানে দুই জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন