শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেহেরপুরে ৪ ইটভাটাকে চার লাখ টাকা অর্থদণ্ড

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মেহেরপুরের গাংনীতে চার ইটভাটা থেকে সাড়ে চার লাখ টাকা অর্থদণ্ড আদায় করে ভাটা বন্ধের নির্দেশনা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বামন্দি ও আকুবপুর এলাকায় অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনাকালে ইটভাটার মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ অর্থদণ্ড আদায় করা হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমতা ইটভাটায় দেড় লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের জেল। অন্যদিকে জনতা ইটভাটায় এক লাখ, রূপসা ইটভাটায় এক লাখ ও থ্রী স্টার ইটভাটা থেকে এক লাখ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেহেরপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোজাফ্ফর হোসেন, গাংনী থানা পুলিশের একটি টিম ও বামন্দি ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন