ঝিনাইদহে নির্মিত ১২৩ ফুট উঁচু "বঙ্গবন্ধু টাওয়ার" ভেঙে দিয়েছে ছাত্ররা। জেলার কালীগঞ্জের বারবাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর শমসের নগর এলাকায় উত্তাল জনতার রোষানলে পড়ে ১২৩ ফুট উচ্চতার বঙ্গবন্ধু টাওয়ার।
বিজ্ঞাপন
শত শত মানুষের ক্ষোভ আর প্রতিক্রিয়ার ঢেউয়ে মুহূর্তের মধ্যে ভাঙচুরের শিকার হয় বিশাল এই স্থাপনা। এরপরই অগ্নিসংযোগ করা হয়। রাতের অন্ধকারে লেলিহান শিখায় পুড়তে থাকে বঙ্গবন্ধুর স্মারক টাওয়ারটি।
স্থানীয় সূত্রে জানা যায়, টাওয়ারটি শুধু উচ্চতার জন্যই নয়, বরং এটির বিশেষ স্থাপত্য বৈশিষ্ট্য এবং বঙ্গবন্ধু পরিবারের প্রতীকী উপস্থিতির জন্যও আলাদা গুরুত্ব বহন করছিল। ছয়তলা বিশিষ্ট এ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে বঙ্গবন্ধু পরিবারের ২০টি ভাস্কর্য ছিল, যার মধ্যে সর্বোচ্চ স্তরে স্থাপিত ছিল বঙ্গবন্ধুর বৃহৎ ভাস্কর্য।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, এ ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ জনতা। কারা এ বিষয়টির সঙ্গে জড়িত তা শনাক্ত করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রতিনিধি/ এমইউ