রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

জীবননগরে বিএনপির ৪ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের জৈব সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঈন উদ্দিন ও সদস্যসচিব মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। 


বিজ্ঞাপন


বহিষ্কার নেতারা হলেন, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুল বাশার, সহ-সভাপতি খাদেমুল খোকন ও বাঁকা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাজা মালিথা।
 
বহিষ্কার পত্রে বলা হয়, আপনি গত ৪ ফেব্রুয়ারি বাঁকা ইউনিয়ন পরিষদে জৈব সার বিতরণ ও সার সরবরাহের ব্যাপারে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সুষ্টি করায় দলের ভাবমূতি নষ্ট করেছেন। বিধায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল হইতে বহিষ্কার করা হলো।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন