রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

চবিতে প্রথমবারের মতো খেলোয়াড় কল্যাণ সমিতি গঠন

জেলা প্রতিনিধি, চবি
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ এএম

শেয়ার করুন:

loading/img

খেলোয়াড়দের নিয়ে কাজ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো খেলোয়াড় কল্যাণ সমিতি গঠিত হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ৩টায় ৫৬ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ভলিবল দলের অধিনায়ক মো. রহমতুল ইসলাম সোহেল। 

সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ফুটবল দলের সদস্য মো. শাফায়াত হোসেন।

আরও পড়ুন: বাগেরহাটে অধ্যক্ষ নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা


বিজ্ঞাপন


সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে খেলার আগ্রহ সৃষ্টি, প্রতিভা অনুসন্ধান ও বিকাশের প্ল্যাটফর্ম তৈরিসহ বিশ্ববিদ্যালয়ের সব খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

কমিটিতে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে প্রধান উপদেষ্টা, উপ-উপাচার্য (প্রশাসন) ও ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলমকে পরিচালক হিসেবে রাখা হয়েছে। 

এছাড়াও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. এন. এম. সাজ্জাদুল হক এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জালাল, ড. সিরাজউদ্দিন মো. আলমগীর, মো. রাশেদ বিন আমিন চৌধুরী ও মোহাম্মদ শোয়াইবকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন