প্রাথমিক বিদ্যালয়ের মতো রেজিস্ট্রেশন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাবিতে বাইক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এ সমাবেশটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) জাবি শাখার সংগঠক সজীব আহমেদ।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, পুলিশের সংস্কারে স্বৈরাচারী কাঠামো থেকে বের হওয়া জরুরি। কিন্তু এখনও সেটি হয়নি। পুলিশ একদিকে কিছু মিছিলকে সুরক্ষা দিচ্ছে, অন্যদিকে অন্য মিছিলে জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করছে। কোনো সভ্য রাষ্ট্রে এভাবে বলপ্রয়োগ অগ্রহণযোগ্য। আমরা ঢাকায় মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই।
আরও পড়ুন: ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ও শালীনতা রক্ষায় যবিপ্রবিতে অভিযান
বিজ্ঞাপন
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন, আমরা ভেবেছিলাম হাসিনা সরকারের পতনের পর নিপীড়নের চিত্র আর দেখব না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও সেই নিপীড়ন অব্যাহত রয়েছে। শ্রমিকরা মজুরির দাবিতে রাস্তায় নামলে তাদের ওপর গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পুলিশ বাহিনীর কাঠামোগত সংস্কার এখনও হয়নি এবং হামলায় জড়িত পুলিশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।
প্রতিনিধি/ এমইউ