রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়িতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে খাগড়াছড়ি সদরের মহালছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।

তিনি জানান, খাগড়াগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মো. ফিরোজ নিহত হন। আরেকজন মো. রাকিব গুরুতর আহত হন। ঘটনার পর ট্রাক চালক ও সহযোগী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন