রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগী আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ এএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদী থেকে বালু ও মাটি লুটের গডফাদার হিসাবে চিহ্নিত মো. আহাদুজ্জামান খাঁ ওরফে আহাদকে আটক করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগী ছিলেন। তিনি নিজেকে নিক্সন চৌধুরীর ভাই পরিচয় দিতেন বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রপাড়া বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সদর থানা পুলিশ।


বিজ্ঞাপন


আটক আহাদ ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের ছেলে।

স্থানীয়রা জানায়, ২০১৪ সাল থেকে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ভাই পরিচয় দিয়ে রাতারাতি ক্ষমতা ও অর্থের মালিক বনে যান আহাদ। তার বিরুদ্ধে সদরপুর থানায় একাধিক মামলা রয়েছে। সন্ধ্যায় অভিযান চালিয়ে চন্দ্রপাড়া বাজার থেকে আটক করে পুলিশ।

সদরপুর থানার ওসি মো. মোতালেব হোসেন জানান, সন্ধ্যায় আহাদকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন