রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ০৬:১৯ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে আটটি তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগন্যাল পয়েন্টে লাইনচ্যুতির এই ঘটনা ঘটে। এতে খুলনা-যশোর- চুয়াডাঙ্গার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খুলনাগামী চিত্রা ও সীমান্ত ট্রেন আটকা পড়ায় শত শত যাত্রীর জনভোগান্তি সৃষ্টি হয়।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, একটি তেলবাহী ট্রেন খুলনা অভিমুখে যাচ্ছিল। উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগন্যাল পয়েন্টের কাছে লাইনচ্যুত হয়। উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন