নীলফামারীর কিশোরগঞ্জে সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার সুবিধাভোগী অংশগ্রহণ করেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এসময় ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু বলেন, গত ৩১ আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগপন্থী বিএনপির নেতাকর্মীরা পূর্ব শত্রুতার জেরে আমার বড়ভাই সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারীর ওপর হামলার উদ্দেশে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে না পেয়ে লুটপাট করেন। পরে তারা আমার ভাইকে খোঁজার জন্য লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এসময়ে আমি তাদের কথা শোনার জন্য সামনে যাই। সেখানে তারা আমাকে মারধর করেন। পরে ইট দিয়ে আমার মাথায় আঘাত করা হয়। এতে তারা আমার দোকানে হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেন।
এসময় আমি আহত হলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক আমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ পরে আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বাইরের লোক দিয়ে আমার অপসারণের দাবিতে মানববন্ধন করে। আমার নামে মিথ্যা বিভ্রান্তি ছড়ায়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন কারও কোনো টাকা পয়সা খাইনি৷ সরকারি সব সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিয়েছি। আমার ইউনিয়নের সব মানুষের পাশে সব সময়ই আমি দাঁড়িয়েছি।
এতে সদর ইউনিয়ন পরিষদের সব ইউপি সদস্যসহ সরকারি বিভিন্ন সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস