বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

পাঁচ দফা দাবি

চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষক সংকট নিরসন, স্বতন্ত্র নিয়োগবিধি পাস ও অনিয়ম দুর্নীতিরোধে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে। 

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের কলেজ গেইটে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, দ্রুতসময়ে কলেজের শিক্ষক সংকট সমাধান করা, ২০১৪ নিয়োগ বিধি স্থগিত করে কলেজের জন্য অবিলম্বে স্বতন্ত্র নিয়োগ বিধি পাস করা, কলেজের অভিজ্ঞ শিক্ষক দ্বারা বস্ত্র অধিদফতরে বস্ত্রশিক্ষা অনুবিভাগ বা সেল তৈরি করা, কলেজে শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়া কলেজে উচ্চপদে পদোন্নতি না দেওয়া, একটি কমন অর্গানোগ্রাম তৈরি করা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবিগুলো অবিলম্বে কার্যকর না করলে আরো বৃহত্তর পরিসরে কমসূচী দেয়া হবে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সাবেরুল বলেন, ‘একযোগে সাতটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাবিগুলো অবিলম্বে কার্যকর না করলে আরো বৃহত্তর পরিসরে কর্মসূচী দেয়া হবে’। এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফয়সাল, সাগর, রাব্বানী, সোহান  প্রমুখ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর