রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র কারবারি মো. শিপনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ।


বিজ্ঞাপন


তিনি জানান, রোববার রাতে তাকে দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

IMG-20240902-WA0038

এসময় তার কাছ থেকে ২টি পিস্তল, ২টি এলজি, ১টি পাইপগান, ২৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড শট গানের কার্তুজ, ২ রাউন্ড টিয়ার গ্যাস শেল, ৩টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ৩টি ছোরা ও ৩টি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতার মো. শিপন (২৫) নোয়াখালী জেলার দেওটি ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। সে এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন