রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের কাপাসিয়া সদরের বলদাঘাট এলাকায় বানার নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেম মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া।

আরও পড়ুন

টাঙ্গাইলে শিশু নিখোঁজ, ১৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার 

তিনি বলেন, শনিবার বিকালে উপজেলা সদরের বলধা এলাকায় বানার নদীতে অজ্ঞাত পরিচয় একটি মরদেহ ভেসে যেতে থাকে। এ সময় স্থানীয় লোকজন কাপাসিয়া থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবকের পরনে ট্রাউজার ও গায়ে কমলা রঙের চেক প্রিন্টের গেঞ্জি ছিল। পরিচয় শনাক্তের জন্য গাজীপুর পিবিআইয়ের কাছে বায়োমেট্রিক সহযোগিতা চাওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন