রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কিশোরের কাছে সিগারেট বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ০৭:৩৪ এএম

শেয়ার করুন:

loading/img

জয়পুরহাটের পাঁচবিবিতে অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরদের কাছে তামাক জাতীয় বিড়ি-সিগারেট বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


বিজ্ঞাপন


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অপ্রাপ্ত শিশু-কিশোরদের কাছে অবাধে বিড়ি সিগারেট বিক্রয় হয়। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজীর নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দুই ব্যবসায়ীকে ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন,ব্যবসায়িদের অর্থদণ্ডসহ তাদের সতর্ক করা হয়- পরবর্তীতে শিশু-কিশোরের কাছে যেন তামাক জাতীয় দ্রব্যসহ বিড়ি সিগারেট বিক্রয় না করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন