বগুড়ার ধুনটে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় আকিমুদ্দিন শেখ (৭০) নামে এক বৃদ্ধের বেধড়ক পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বাবলু শেখ (৩৭) নামে এক মাদক কারবারির বিরুদ্ধে।
সোমবার (১০ জুন) বিকেলের দিকে আহত আকিমুদ্দিনের ছেলে আব্দুল সালাম বাদী হয়ে বাবলু শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানী গ্রামের আকিমুদ্দিনের প্রতিবেশী বাবলু শেখ দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত। এলাকায় তিনি বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করেন। ২০১৯ সালে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয় বাবলু। আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসে তিনি ফের মাদক কারবারির সঙ্গে জড়িয়ে পড়েন। মাদকসেবীরা বাবলুর বাড়িতে প্রতিদিন মাদক দ্রব্য ক্রয়ের জন্য যান। ওই মাদকসেবীরা আকিমুদ্দিনের বাড়ির আশপাশে বসে মাদকসেবনের মাধ্যমে পরিবেশ নষ্ট করে। বিশেষ করে ওই বাড়ির নারীদের বিড়াম্বনায় পড়তে হয়।
এসব বিষয়ের প্রতিবাদ করে বৃদ্ধ আকিমুদ্দিন। এতে ক্ষুব্ধ হয়ে আকিমুদ্দিনের বাড়ি সিমানায় টিনের প্রাচীর তৈরি করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বাবলু।
বিজ্ঞাপন
এ বিষয়ে রোববার (৯ জুন) দুপুরের দিকে কথাকাটাকাটির একপর্যায়ে পিটিয়ে আকিমুদ্দিনের ডান পা ভেঙে দেয় বাবলু ও তার সহযোগীরা। স্বজনরা আহত আকিমুদ্দিনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
এ ঘটনায় বাবলু শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস