দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৫ মে) দিবাগত রাত ১২টায় বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার রাকিবুল ইসলাম (৪০)। তিনি দৌলা গ্রামের আজিজ বাবুর ছেলে। অপর দুজন হলেন— ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগা গ্রামের মো. ওসমান গণির ছেলে সাদবিন ওসমান (২২) ও মিস্ত্রিপাড়া গ্রামের নওহেদ আলমের ছেলে নোয়াজিম আলম তাসিম (১৬)।
স্থানীয়দের বরাত দিয়ে হাফিজ মো. রায়হান আলী জানান, ইউপি সদস্য রাকিবুল, তাসিম ও ওসমান তিনজন মিলে দুটি মোটরসাইকেলে রাত ১২টার সময় বিরল থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে তারা মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে থেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এক ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
টিবি