বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ প্রতারক গ্রেফতার
বগুড়া
বিজ্ঞাপন
বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে গাবতলী উপজেলার উজগ্রাম পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম আনিছার রহমান ওরফে আনোছ উদ্দিন। তিনি উজগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণা করছে এমন একটি চক্রের ব্যাপারে জানলে অভিযান চালানো হয়। অভিযানে নকল স্বর্ণের মূর্তিসহ আনিছারকে গ্রেফতার করা হয়। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস