সিলেটে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় হঠাৎ করে কয়েকশ’ পরিবহন শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়কের তেলীবাজার নামক স্থানে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরিবহন শ্রমিকরা জানান, প্রতি মাসের ২০ তারিখের পর থেকে সিলেটের সিএনজি ফিলিং স্টেশনে লোড সংকট তীব্র হয়। এর ফলে সিলেটের সড়কে চলাচলকারী যানবাহনের চালকরা ঘণ্টার পর ঘণ্টা পাম্পে দাঁড়িয়েও গ্যাস সংগ্রহ করতে পারছেন না।
বিজ্ঞাপন
সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা জানান- গ্যাসের লোড সংকটের কারণে সমস্যা তীব্র হয়েছে। বিষয়টি জানিয়ে তারা ইতোমধ্যে সিলেটের জেলা প্রশাসক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। চলমান গ্যাস সংকট কাটাতে গত সপ্তাহে সিলেটের জেলা প্রশাসককে চিঠি দিয়ে ২৭শে জানুয়ারি মধ্যে বিষয়টির সুরাহার দাবি জানিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
অবরোধকারী পরিবহন শ্রমিকরা জানান- ২০ ফেব্রুয়ারি থেকে সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট চলছে। এতে করে ঘণ্টার পর ঘণ্টা পাম্পে দাঁড়িয়ে থেকেও তারা গ্যাস পাচ্ছেন না। শনিবার সকাল থেকে তারা নগরের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় গ্যাসের জন্য লাইনে দাঁড়ান। বিকেল ছয়টা পর্যন্ত খুব কম গাড়িই গ্যাস পেয়েছে। এরপর পাম্প থেকে জানিয়ে দেওয়া হয় গ্যাস নেই। এ কারণে বাধ্য হয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।
এদিকে অবরোধের খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টিম সেখানে গেলেও শ্রমিকদের সরাতে পারেনি।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম জানান, শ্রমিকরা দিনভর অপেক্ষায় থেকে গ্যাস না পাওয়ায় অবরোধ করেছে। গ্যাসের দাবিতে তারা রোববার সিলেট নগরে মানববন্ধন করবেন।
বিজ্ঞাপন
সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ জানান- চন্ডিপুল এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত অবস্থানে থেকে চালকরা গ্যাসের জন্য অপেক্ষা করছিলেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুব কম সংখ্যক গাড়ি গ্যাস পেয়েছে। এ কারণে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। লোড সংকটের কারণে এমনটি হচ্ছে বলে দাবি করেন তিনি।
প্রতিনিধি/ এজে