দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহসভাপতি রুনু রেজা বিথার।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রুনু রেজা বিথার যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও কেসিসির ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথারের স্ত্রী।
রুনু রেজা বিথার ২০১০ সালে তার স্বামী শহীদ ইকবাল বিথার সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে উপ-নির্বাচনে কেসিসির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।
তিনি খুলনা সিটি গার্লস কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। এছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত।
প্রতিনিধি/ এজে