রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কালীগঞ্জে নিখোঁজ রাজমিস্ত্রির লাশ ৩ দিন পর উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ০২:০৮ এএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক রাজমিস্ত্রির অর্ধগলিত লাশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তার লাশ স্থানীয় জামালপুর ইউনিয়নের বালুয়াভিটার এলাকার পুকুর থেকে উদ্ধার করা হয়। রাজমিস্ত্রি শরীফ মিয়া (৩৫) স্থানীয় চান্দেরবাগ এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, শরীফ মিয়া এলাকায় রাজমিস্ত্রির করতেন। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। মঙ্গলবার দুপুরে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটার এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। 

তিনি আরও জানান, নিহতের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার শরীর ফুলে পঁচন ধরেছে এবং তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন