দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হাসান, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান হলাল, আব্দুর রহমান টেকনিকল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলজর অধ্যক্ষ মো. ইসহাক হোসেন মোল্যা, আয়সা সামী কলেজের অধ্যক্ষ সন্তষ কুমার কর্মকার, শুকুর মামুদ আলম অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজির হোসেন মৃধা, দীঘলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতিশ কুমার দাস, রায়পুর বকশিপুর উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবিরুল আলম, ইমামদের মধ্যে বক্তব্য দেন- মুজাহিদুল ইসলাম, পুরোহিতদের মধ্যে চঞ্চল চক্রবর্তী, সহকারী শিক্ষক সুদর্শন কুমার দাসসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব মো. সিরাজুল ইসলাম রিপন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস