রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

হিরো আলমের প্রচারণায় বাধা, কর্মীদের সঙ্গে হাতাহাতি

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার কাহালুতে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বাধার মুখে পড়েছেন হিরো আলম।এসময় তার কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম বগুড়া-৪( কাহালু- নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতিকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (২৪ ডিসেম্বর)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাহালু উপজেলা সদরের খাদ্য গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

হিরো আলম বলেন, আমি কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালাতে গেলে ১০-১২ জন যুবক এসে বাঁধা দেয়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে তুই (হিরো আলম) ব্যবসা শুরু করেছিস। নির্বাচন আসলেই প্রার্থী হয়ে টাকা কামাই এর ধান্ধায় নেমেছিস। এসময় তারা আমার কর্মীদের কিল ঘুষি মারে।

তিনি বলেন, যারা মারধর করেছে তারা নৌকা মার্কার কর্মী সমর্থক। ঘটনার সময় পুলিশ আশেপাশে চায়ের দোকানে ছিল। আমি হামলাকারীদেরকে আটকের জন্য পুলিশকে অনুরোধ করলেও পুলিশ আমার কথায় গুরুত্ব দেয়নি। আমার জনপ্রিয়তা দেখে একের পর এক হামলা করা হচ্ছে। শনিবার নন্দীগ্রামেও হামলা করা হলে পুলিশ এখনও কাউকে আটক করেনি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, শুনেছি খাদ্য গুদাম এলাকায় হিরো আলমের কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন