রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

একদফা দাবি আদায়ের লক্ষে দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ চলছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে অবরোধ সমর্থনে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


এদিন লক্ষ্মীপুর-রামগতি সড়কের মক্কা মসজিদ এলাকা থেকে স্টার হাসপাতাল পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

এসময় তারা নির্বাচন বাতিল ও এ্যানি চৌধুরীসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি করেন।

এতে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা আব্দুল আলিম হুমায়ুন, কৃষকদল নেতা মামুন হোসেন, ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম, সৌরভ ও জিদান চৌধুরীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন