রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যান চাপায় সৌরভ দাস (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


সৌরভ দাস উপজেলার সদর ইউনিয়নের বরুন গ্রামের রবীন্দ্রচন্দ্র দাসের ছেলে এবং খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সৌরভ চন্দ্র কাপাসিয়া বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে একটি যাত্রীবাহী অটোরিকশায় বরুন গ্রামের বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে সদর ইউনিয়নের কান্দানিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৩৮৫৫) অটোরিকশাটিকে ধাক্কা দিলে সৌরভ সিটকে পড়ে যান। এসময় কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়। আশপাশের দোকানের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।

এসময় স্থানীয় লোকজন কাভার্ডভ্যানসহ চালক আব্দুল বাছির (২৮) ও সহযাগী আলমগীর হোসেনকে (২৬) আটক করে পুলিশ খবর দেয়।


বিজ্ঞাপন


এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, কাভার্ডভ্যান চালক ও তার সহযোগী থানায় আটক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন