মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, আমি উন্নয়ন করতে এসেছি, রাজনীতি করতে নয়। জননেত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন মৌলভীবাজারের উন্নয়ন করার জন্য। আমি আমার সংসদীয় আসনসহ জেলার উন্নয়ন করতে চাই।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মত বিনিময়ে এ পরিকল্পনার কথা জানান তিনি।
বিজ্ঞাপন
জেলায় শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে জিল্লুর রহমান জানান, জেলায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, প্রতিটি গ্ৰামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সহ জেলার সকল মহা সড়ক চারলেনে উন্নীত করা হবে। মনু ও কুশিয়ারা নদীর দুই তীরে পর্যটন কেন্দ্র গড়ে তুলা হবে। সেই লক্ষ্যে জেলার সর্বস্তরের জনগণের মতামতে মাস্টারপ্লান তৈরি করে কাজ করার পরিকল্পনা রয়েছে।
এ ব্যাপারে গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা চান নৌকা প্রার্থী জিল্লুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খাঁন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওসের আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।
প্রতিনিধি/ এজে