নাটোরের বড়াইগ্রামে ডিবি পুলিশের পরিচয়ে শাহিন আলী নামে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভূক্তভোগী মাছ ব্যবসায়ী শাহিন আলী রাজশাহী জেলার মতিহার থানার বামনশিখর গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।
শাহিন আলী জানান, শনিবার (২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ আড়তে মাছ বিক্রি শেষে পিকআপে বাড়ি ফিরছিলেন। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে থামার সংকেত দেয়। পরে চালক পিকআপ থামালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি করে। এ সময় মাছ ব্যবসায়ীর সন্দেহ হলে মাছ বিক্রির দুই লাখ ৩০ হাজার টাকা পিকআপের চালকের কাছে দেন। তবে ছিনতাইকারীরা বুঝতে পেরে চালকের গলায় ছুরি ধরে টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জের দিকে চলে যায়।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, বিষয়টি জানার পর ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে রয়েছে।
প্রতিনিধি/আরআর