রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

শরীয়তপুরে স্ত্রীর সঙ্গে কলহের জেরে ফাঁস নিলেন স্বামী

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

শরীয়তপুরের ভেদেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কালাম ভূঁইয়া (৩৫) নামের এক যুবক।

বুধবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায় তার বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


কালাম ভূঁইয়া শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানার চড়ভাঙ্গা ইউনিয়নের পূর্ব মিধা কান্দি এলাকার বাসিন্দা। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। তিনি ওই এলাকার মৃত মনতা ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাম ভূঁইয়ার সঙ্গে একই এলাকার জুলিয়া আক্তারের সঙ্গে সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। বিগত কয়েক মাস আগে কালাম এক নারীর সঙ্গে অবৈধ প্রেম করে। পরে ওই নারীকে গোপনে বিয়ে করেন।

তবে বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রী তার বাবাবাড়ি নড়িয়া থাকতেন। কিছুদিন ধরে কালাম তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনার কথা প্রথম স্ত্রীকে জানান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে সোমবার তার প্রথম স্ত্রী জুলিয়া রাগ করে বাসা থেকে বের হয়ে চলে যান। বুধবার ভোরে বাড়ির লোকজন কালামের ঘরের ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। তখন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকলে কালামকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। এরপর তারা পুলিশকে ঘটনাটি জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান ঢাকা মেইলকে বলেন, চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকা থেকে কালাম নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে কালাম আত্মহত্যা করেছেন। উক্ত বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন