রাজশাহীর মোহনপুর ও গোদাগাড়ীতে ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) গভীর রাত ও বুধবার (১৫ নভেম্বর) সকালে পৃথক এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জান গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের পত্রপুর খাড়ইল এলাকায় যমুনা জুট মিলের গেটে দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।
ওই জুট মিলের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন জানান, ফরিদপুর থেকে পাট নিয়ে রাত ১টার দিকে ট্রাকটি যমুনা জুটমিলে যায়। তবে মিলের নিয়ম অনুযায়ী রাত ১১টার পর ট্রাক ঢোকার নিয়ম নেই বলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে ট্রাকটি। ট্রাকের ভেতর চালক ও সহকারী ঘুমিয়ে পড়েন।
রাত আড়াইটার দিকে মহাসড়কের টহল পুলিশ ট্রাকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ট্রাকের প্রায় অর্ধেক পাট পুড়ে গেছে। তবে ট্রাকটির কোনো ক্ষতি হয়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, ট্রাকের ওপর পাটে আগুন দেওয়া হয়েছিল। রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাকের কোনো ক্ষতি হয়নি। ট্রাক রাতেই মিলের ভেতরে নেওয়া উচিত ছিল। তা হলে হয়তো এমন ঘটনা ঘটতো না। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে, বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার সোনাদিঘি এলাকায় দু’টি ট্রাকে ভাঙচুর চালানো হয়।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী চাউল ভর্তি ট্রাক সোনাদিঘি মোড় পার হলে হঠাৎ করেই একদল যুবক ট্রাকের সামনে ইট ছুড়ে আঘাত করে। এতে ট্রাকটির কাচ ভেঙে যায়। কিছুক্ষণ পর একই জায়গায় পেঁয়াজ ভর্তি আরেকটি ট্রাক ভাঙচুর করা হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ট্রাকে হামলার ঘটনার শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস