রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে ভারসাম্যহীন যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকালে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের হাজি সাহার আলী স্কুলের দক্ষিণ পাশে রেললাইনের ওপর এ ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত যুবক পলাশ চন্দ্র বর্মন রাধানগর ইউনিয়নের রাধানগর ঠাকুরবাড়ি গ্রামের হরদেব চন্দ্র বর্মনের ছেলে। সে জন্মগতভাবে ভারসাম্যহীন প্রতিবন্ধী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন মতো সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে এলাকায় ঘুরতেন ভারসাম্যহীন যুবক পলাশ। রোববার সকালে রেললাইনের উপর দিয়ে হাঁটতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রেনের নিচে পড়ে যায় সে।

এসময় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় পলাশ। ঘটনার পর পরেই স্থানীয়রা ইউনিয়ন পরিষদে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয় চেয়ারম্যান আবু জাহেদ।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন