রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষিকার নিহত

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার নিহত হয়েছেন।

রোববার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটোরিকশার ধাক্কায় মারা যান তিনি।


বিজ্ঞাপন


নিহত স্কুল শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা তার ৪ মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান কারানোর জন্য দুপুর ১ টার দিকে অটোরিকশা করে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে অন্য একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মভাবে আহত হন।

বাড়ির লোকজন তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষিকার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন