রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

লাঞ্ছিতের ঘটনা

তদন্ত কমিটির কাছে সাক্ষী দিলেন হোসনে আরা

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতার হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষী দিয়েছেন ভুক্তভোগী জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তদন্ত কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, বুধবার সন্ধ্যায় জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটির কাছে তার লাঞ্ছিতের ঘটনার বিবরণ দেন এমপি হোসনে আরা। এসময় কমিটির নেতৃবৃন্দ তার কথা শুনেন এবং রেকর্ড করেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলামের কাছে লাঞ্ছিত হন এমপি হোসনে আরা।

এমপি হোসনে আরার অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি নির্বাচনী এলাকায় অবস্থান করে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। কিন্তু তার নিজ উপজেলা ইসলামপুরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, এমনকি দলীয় বর্ধিত সভাতেও তাকে ডাকা হয় না। সম্পৃক্ত করা হয় না রাজনৈতিক কোনো কর্মকাণ্ডেও।

কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসনে আরা আরও বলেন, গত ১৭ আগস্ট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় দলীয় কার্যালয়ে ‘সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত হন। রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ বিষয়ে আলোচনার জের ধরে উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে ওই নেতা তেড়ে এসে  তাকে  শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ওই নেতাকে নিবৃত না করে উল্টা তাকেই ধমক দেন। পরে বক্তব্য না দিয়েই তিনি দ্রুত সভাস্থল ত্যাগ করেন।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের কাছে বিচার না পেয়ে প্রধানমন্ত্রী, স্পিকার এবং জেলা আওয়ামী লীগ বরাবর লিখিত অভিযোগ করেন এমপি হোসনে আরা।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদকে আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমানকে সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফুকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু বলেন, এমপি হোসনে আরা লাঞ্ছিত হওয়ার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কাজ করে যাচ্ছি।

তদন্ত কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ বলেন, লাঞ্ছিত হওয়ার ঘটনার জবানবন্দি দিয়েছেন এমপি হোসনে আরা। শীঘ্রই তদন্ত প্রতিবেদন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন