বর্তমান সরকারের রূপকল্প-২০৪১ অনুযায়ী স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে আইসিটি সেক্টর হবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশি-বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন খুবই উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। এই হাইটেক পার্কে দক্ষ মানবসম্পদ সৃষ্টিসহ বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হবে, যা সিলেট অঞ্চলের অর্থনীতির আমূল পরিবর্তনে অসামান্য অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বিজ্ঞাপন
মন্ত্রী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে আইরিশ ইলেকট্রনিকস লিমিটেড এক একর জমিতে হোম এপ্লায়েন্স এবং ইলেকট্রিক গাড়ি প্রস্তুত করবে। এখানে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে প্রায় ২০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ ছাড়া টুগেদার আইটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক একর জমিতে ফ্রিজ, কনডেনসার এবং এসির কম্প্রেসার প্রস্তুত করবে। প্রাথমিকভাবে তারা ১০ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে ১০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এদিন এই দু’টি কোম্পানিরও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইমরান আহমদ। এর আগে একই পার্কে নির্মাণের শেষ পর্যায়ে থাকা শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী।
আরও পড়ুনঃ ছয় লেন হচ্ছে যশোর-ঝিনাইদহ মহাসড়ক, ব্যয় আড়াই হাজার কোটি
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (অনলাইনে) তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্বাগত বক্তব্যে দেন, বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এনডিসি জি এস এম জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম, ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়াল, ১২টি জেলা পর্যায়ে আইটি/হাই -টেক পার্ক স্থাপন প্রকল্প পরিচালক এ.কে.এ.এম ফজলুল হক প্রমুখ।
বিজ্ঞাপন
আরও পড়ুনঃ আখাউড়া-আগরতলা রেলপথ: সেপ্টেম্বরেই খুলছে বাণিজ্যের নতুন দুয়ার
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আফতাব আলী কালা, সিলেট জেলা পরিষদের সাবেক প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য তামান্না আক্তার হেনা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান প্রমুখ।
প্রতিনিধি/এসএস