মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি

কিশোরগঞ্জে সম্প্রতি প্রচণ্ড তাপদাহে কাহিল হয়ে পড়া সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটা নাগাদ সদর উপজেলাসহ বেশ কয়েকটি অঞ্চলে মুষলধারে বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া দেখা গেছে।


বিজ্ঞাপন


এ বৃষ্টির পর কিছুটা প্রশান্তি অনুভব করেছেন স্থানীয়রা। তবে, কৃষকদের জন্য এই বৃষ্টি নিয়ে রয়েছে উদ্বেগ, বিশেষত বোরো ধান কাটা নিয়ে।

নিকলি আবহাওয়া অফিসের বেলুন মেকার আলতাফ হোসেন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে কিশোরগঞ্জ জেলায় তাপমাত্রা ছিল অত্যন্ত উচ্চ। দুপুর পর্যন্ত তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা গতকাল সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী শুক্র ও শনিবারে জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই তাপদাহের মাঝে বৃষ্টির আগমন স্থানীয় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। তবে, কৃষকরা চিন্তিত রয়েছেন বোরো ধান কাটা নিয়ে। ভারী বৃষ্টিপাত বা শিলা বৃষ্টি শুরু হলে ধান কর্তন এবং মারাইয়ে বিপত্তি সৃষ্টি হতে পারে। কৃষকদের মতে, এমন পরিস্থিতিতে উৎপাদন নষ্ট হতে পারে, যা তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

নিকলি আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে, চলতি সপ্তাহে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপদাহের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়ক হতে পারে, তবে ভারী বৃষ্টি বা শিলা বৃষ্টির সম্ভাবনা না থাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকার প্রত্যাশা করছেন। 


বিজ্ঞাপন


এদিকে, স্থানীয়রা আশাবাদী যে, যদি বৃষ্টির পরবর্তী দিক আরও কিছুদিন স্থায়ী হয়, তবে এটি আবাদী জমির জন্য ভালো হলেও, ব্যুরো আবাদি কৃষকদের জন্য ক্ষতির আশঙ্কাও থেকে যায়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর