বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, বাংলাদেশ কি খেলতে পারবে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, বাংলাদেশ কি খেলতে পারবে?

দীর্ঘ ১২৮ বছর পর আরও একবার অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নারী ও পুরুষ ক্রিকেট ইভেন্টে থাকবে ছয়টি করে দল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড বুধবার বিষয়টি চূড়ান্ত করেছে।

প্রতিটি ক্যাটাগরির জন্য মোট ৯০ জন অ্যাথলেটের কোটা বরাদ্দ করা হয়েছে। সে অনুযায়ী টি-টুয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্টে ছয় দলকে ১৫ জনের দল সাজাতে হবে। ‘বিগেস্ট শো অন আর্থ’ খ্যাত প্রতিযোগিতার জন্য কীভাবে দল বাছাই করা হবে, তা এখনও জানায়নি আইওসি। 


বিজ্ঞাপন


আইসিসি অবশ্য আইওসিকে পরামর্শ দিয়েছে, একটি নির্দিষ্ট সময়ের টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নারী ও পুরুষ ক্রিকেটের দলগুলো নির্বাচন করার জন্য। কিন্তু আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি খেলার সুযোগ পেলে, জায়গা বাকি থাকবে পাঁচ দলের জন্য। 

সেক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ের সেরা ৬ দল নিয়ে অলিম্পিক হলে সেখানে সুযোগ থাকবে না বাংলাদেশের। স্বাগতিক যুক্তরাষ্ট্র সরাসরি সুযোগ পেলে সম্ভাবনা আরও কমবে বাংলাদেশের। তবে বাছাইপর্ব হলে তখন খুলে যাবে সম্ভাবনার দুয়ার।

অলিম্পিকে ক্রিকেট হয়েছিল একবারই। ১৯০০ সালে প্যারিসে ক্রিকেটে অংশ নিয়েছিল কেবল গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর