বগুড়ার শিবগঞ্জে সাইদুল ইসলাম (৫২) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনার পর সাইদুল ইসলামের স্ত্রী নিপা আক্তার ও তাঁর শ্বশুর মোত্তালেব হোসেন পলাতক রয়েছেন।
নিহত সাইদুল ইসলাম (৫২) চকপাড়া উত্তর পাড়া গ্রামের তবিবব রহমানের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
সাইদুল ইসলামের ছোট ভাই শাহিন মিয়া বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। আমরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাইনি। অনেকবার তার মোবাইল ফোনে কল করেছি, কিন্তু ফোন রিসিভ হয়নি। সকালে জানতে পারি, মাঝপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি সংলগ্ন কলাবাগানে তার লাশ পড়ে আছে।
নিহতের আরেক ছোট ভাই স্বাধীন মিয়া জানান, আমার ভাই সাইদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাবার পর গত দুই বছর আগে পার্শ্ববর্তী মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন। বিয়ের ৬ মাস পর শ্বশুর মোতালেব জমি বিক্রি করতে চাইলে আমার ভাই সাইদুল ওই জমি কিনতে চান। এক পর্যায়ে জমির টাকা পরিশোধও করেন। কিন্তু তার শ্বশুর তাকে আজ অবধি জমি দলিল সম্পাদন করে দেননি। এ নিয়ে তাদের উভয় পক্ষের মধ্য দ্বন্দ্ব চলছিল। আমার ভাবি ও ভাইয়ের মধ্যে এ নিয়ে মাঝে মাঝেই দ্বন্দ্ব হতো। আজ বৃহস্পতিবার ওই জমি সম্পাদনের কথা ছিল।
বিজ্ঞাপন
স্বাধীন আরও জানান, চলতি আগস্ট মাসের ১৩ তারিখে ভাবি নিপা আক্তার আমার ভাইয়ের বিরুদ্ধে খোরপোষ ও মহরানার টাকা দাবি করে লিগ্যাল এইডে অভিযোগ দিয়েছিলেন। আমার ধারণা ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনই তাকে হত্যা করেছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এইচই