রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘ষড়যন্ত্র করে দেশের উন্নয়নে বাধা দেওয়া যাবে না’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ০৪:০২ এএম

শেয়ার করুন:

loading/img
সঠিক সময়ে সংবিধান মোতাবেক জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত সিকদার। ছবি: ঢাকা মেইল

বিদেশিদের দিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সাধারণ মানুষ সব বুঝে এবং জানে। এ দেশে সঠিক সময়ে সংবিধান মোতাবেক জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত সিকদার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও সরকারের উন্নয়ন প্রচার উপলক্ষে বৃহস্পতিবার (২৪ আগস্ট) ফরিদপুরের মধুখালী উপজেলায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের মানুষের কথা চিন্তা করে রাত-দিন কাজ করে চলেছেন। তাঁকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হলে সকলে মিলে নৌকায় ভোট দিতে হবে।

Meeting
সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলার কামারখালী ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বাবু। ছবি: ঢাকা মেইল

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি-জামায়াত খুনের রাজনীতি করে। তারা ১৫ আগস্ট, ২১ আগস্ট, এমনকি ৪ নভেম্বরের জাতীয় নেতাদের হত্যার সঙ্গে জড়িত ছিল। বিচার বিভাগ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের বিচার করেছে। আজ কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। তাদের সৎ সাহস থাকলে বিচারের মুখোমুখি হতো, সেই সাহস নেই বলেই দেশ ছেড়ে পালিয়েছে।

দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দেশকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল। বিশ্বের দরবারে এ দেশকে জঙ্গিবাদ হিসেবে পরিচিত করে পিছিয়ে দিয়েছিল। তারা বাঙালির ইতিহাসকে নষ্ট করেছিল। আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বঙ্গবন্ধুর প্রতীকে ভোট দিতে হবে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘জীবিত বঙ্গবন্ধুর চেয়েও মৃত বঙ্গবন্ধু এখন অনেক বেশি শক্তিশালী’

অ্যাডভোকেট লিয়াকত সিকদার বলেন, আজ দেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ, নতুন নতুন পাকা সড়ক, সারাদেশে মডেল মসজিদ করেছেন, দেশের প্রতিটা সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শেখ হাসিনা বিভিন্ন প্রকারের প্রকল্প নিয়েছেন, যা অতীতের কোনো সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভাবেনি। তিনি বঙ্গবন্ধুর কন্যা বলেই সম্ভব হয়েছে।

 

মধুখালী উপজেলার কামারখালী ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বাবুর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুন্নু কালি, এম এ মুন্নু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শাহরিয়ার রনিসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন