শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নওগাঁয় নিখোঁজের ৪ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার চার দিন পর গোলাম রাব্বানী (৩৫) নামে এক ইজিবাইক চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার গুন্দইল এলাকার একটি খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ওই ইজিবাইক গোলাম রাব্বানী মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

নিহতের স্বজন ও মান্দা থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৯টার দিকে ইজিবাইক চালক গোলাম রাব্বানী ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যান। স্থানীয় জিগাতলা বাজারে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সোমবার সকাল ১০টা ২০মিনিটের সময় ইজিবাইক চালক রাব্বানী একই গ্রামের বাসিন্দা নাহিদ হোসেন ও তুহিন মহাদেবপুরের দিকে যাচ্ছিল। ওই দিন সন্ধ্যা থেকে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও রাব্বানীর হদিস না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রাব্বানীর বাবা আক্কাস আলী।

বুধবার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার পর নাহিদ ও তুহিনের বিরুদ্ধে রাব্বানীকে অপহরণের অভিযোগে মান্দা থানায় অপহরণ মামলা করেন তার বাবা। এরপর থেকে অভিযুক্ত তুহিন ও নাহিদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আজ দুপুর ১২টার দিকে পোরশা উপজেলার গুন্দইল খালে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পোরশা থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

মান্দা থানা পুলিশের মাধ্যমে জানতে পেরে রাব্বানীর স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে মান্দা থানায় নিয়ে আসে পুলিশ। 


বিজ্ঞাপন


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ধারণা করা হচ্ছে নিখোঁজের দিনেই গোলাম রাব্বানীকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধারের সময় নিহতের দু'টি হাত পিঠের পেছন দিকে বাঁধা অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন নাহিদ ও তুহিন নামের দুই যুবক পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন