মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের সাতজন শিশুসহ দশ জনের মৃত্যুর ঘটনার মামলার আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজনরাসহ এলাকাবাসী।
সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে টানা কয়েকঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিজ্ঞাপন
এসময় মানববন্ধনে লতব্দী ইউনিয়নের খিদির পাড়া গ্রামের শতশত নারী-পুরুষ এতে অংশ নেন।
এতে ভুক্তভোগীর, অবৈধ বাল্কহেডের বালু ব্যবসায়ে জড়িত মামলার এজাহারভূক্ত আসামি যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পাপ্পু চোকদাসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সকলে।
এদিকে নিহতের স্বজনদের দাবি মামলাটি সঠিক তদন্ত করে দোষীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এর পাশাপাশি রাতের বেলায় বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে পিকনিকবাহী ট্রলারটি ডুবে যায়। এতে সাতজন শিশুসহ দশ জনের মৃত্যু হয়। এই ঘটনার একদিন পর নিহত এপি ও পপির ভাই রুবেল বাদী হয়ে লৌহজং থানায় মামলা করে। ঘটনায় নয়দিন অতিবাহিত হলেও এখনও কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস