পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান গাজী (৫২) নিহত হয়েছেন।
রোববার (১৩ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারগ্রীণ হাসপাতালে তার মৃত্যু হয়। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
বিজ্ঞাপন
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্র জানায়, শুক্রবার রাতে গলাচিপা বাজার থেকে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের রতনপুর বাসায় যাওয়ার পথে মহিলা কলেজের সামনে পানপট্টি থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে মিজানুর ও মোটরসাইকেল চালক রাজিব গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয় সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গাইন জানায়, অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে