রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নওগাঁর আ.লীগ নেতার ওপর হামলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর আত্রাইয়ে পূর্ব সত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে বিশা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল বাজারের পার্শ্বে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এদিকে দিনের বেলায় এ ধরণের নারকীয় ঘটনা ঘটার ফলে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবর পেয়ে নওগাঁ সদর সার্কেল এসপি ফৌজিয়া হাবিব খান ও আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার ঘটনাস্থল পরিদর্শণ করে এলাকাবাসীকে ধর্য্য ধারন করে শান্ত থাকতে অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইউনিয়ন আ’লীগ অফিস সমসপাড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওনা হন মান্নান মোল্লা। ভাঙ্গাজাঙ্গাল বাজারের পার্শ্বে পোঁছা মাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী উৎপেতে থাকা আ’লীগ বিদ্রোহী বিশা ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফার পেটুয়া বাহিনী খ্যাত রুবেল, মিলন, সজল, বিপ্লব, হাবুসহ ৭/৮ জন মান্নান মোল্লাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। আঘাতের ফলে মান্নান মোল্লা মাটিতে পড়ে গেলে লোহার রড  হাতুরি, বাটাম দিয়ে হাত, পা এবং শরীরের বিভিন্ন যাইগাতে এলোপাতারিভাবে আঘাত করতে থাকে। আঘাতের ফলে চেয়ারম্যান বাঁচান বাঁচান বলে চিৎকার দিলে বাজারের লোকজন এগিয়ে আসায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় বাজারের লোকজন মান্নান মোল্লাকে প্রথমে নাটোর মেডিকেলে ভর্তি করলে সেখানে প্রাথমিক চিকিৎসা অন্তে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ঘটনার জেরে সাবেক চেয়ারম্যান মান্নান মোল্লা গ্রুপের লোকজন বর্তমান চেয়ারম্যান তোফা গ্রুপের সালাম নামে একজনকে সমসপাড়া বাজারে মারপিট করে।


বিজ্ঞাপন


আত্রাই উপজেলা আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল বিশা ইউনিয়ন আ.লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার উপর সন্ত্রাসী ও বর্বর হামলার তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে তদন্ত পূর্বক চিহ্নিত সন্ত্রাসী রুবেল, মিলন, সজল, বিপ্লব, হাবুসহ তাদের গডফাদার ও সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, একদল সন্ত্রাসী বিশা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন